সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের উপস্থিতি জানান দেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। কখনো পশ্চিমা পোশাকে আবেদনময়ী রূপে, আবার কখনো ঐতিহ্যবাহী শাড়িতে মুগ্ধতা ছড়িয়ে তিনি ভক্তদের হৃদয় জয় করেন। সম্প্রতি এক ফটোশুটের ছবি ফেসবুকে ধাপে ধাপে প্রকাশ করে আবারো আলোচনায় আসেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে কুসুমকে দেখা গেছে একটি জমকালো হলুদ শাড়িতে। সোনালি জরি ও সিকুয়েন্সের কাজ করা এই শাড়ির সঙ্গে মানানসইভাবে কানে দুল, গলায় নেকলেস এবং কপালে ছোট একটি টিপ পরেছিলেন তিনি। উজ্জ্বল হাসি আর লাস্যময়ী চাহনিতে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন তিনি। ভক্তদের কেউ তার রূপ ও ফিটনেসের প্রশংসা করেছেন, আবার কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন ‘এই বয়সেও আপনি দারুণ ফিট!’
অভিনয় দক্ষতার পাশাপাশি ফিটনেস ধরে রাখার বিষয়ে কুসুম সবসময় সচেতন। তিনি মনে করেন, তার ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাসই তাকে আজও সুন্দরভাবে ধরে রেখেছে।
কুসুম শিকদারের শোবিজ যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতা’র চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। এরপর টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০১০ সালে ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ‘লাল টিপ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন।
ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও এখনো নিজের সৌন্দর্য, ফিটনেস এবং অনবদ্য রূপে ভক্তদের মুগ্ধ করে চলেছেন কুসুম শিকদার।