সাতসকালের একটিমাত্র ছবিতেই মুগ্ধতার ঢেউ ছড়িয়ে দিলেন জয়া আহসান। রঙিন ফুলে ঘেরা বাগানে নিজেকে ধরা দিলেন তিনি, মুখে এক কোমল হাসি, পরনে উজ্জ্বল রঙের শাড়ি, সব মিলিয়ে যেন এক জীবন্ত কবিতা। কানে ভারী সোনালি দুল, হাতে সবুজ রেশমি চুড়ি, ক্যামেরার সামনে পোজে ঝলমল করছিলেন তারার মতো।

সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে লিখলেন কবিতার ছন্দে এক স্নিগ্ধ সকালবেলা। তাঁর লেখায় ফুটে উঠল ভোরের মায়া, রোদে মাখা বাতাসের গন্ধ আর শীতের উষ্ণ আলোর আমন্ত্রণ। জয়া লিখেছেন-
“হলুদ-তেল মাখা একটি সকাল,
ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ,
ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে,
শীতের রোদ্দুরের মতন।”

পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মন্তব্যের ঘর ভরে যায় ভক্তদের ভালোবাসা আর প্রশংসায়, কেউ লিখেছেন, “দারুণ লাগছে”, আবার কেউ লিখেছেন, “রূপের জাদু ছড়াচ্ছেন।”

দেশের গণ্ডি পেরিয়ে জয়া আহসান এখন ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয় ও প্রশংসিত। অভিনয়ে যেমন তিনি শিল্পের আরেক নাম, তেমনি ফ্যাশনের মঞ্চেও তার উপস্থিতি সবসময় রাজকীয়, সংযম, সৌন্দর্য আর স্টাইলের অনন্য মিশেলে তিনি হয়ে উঠেছেন সবার অনুপ্রেরণা।