কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল যে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। প্রতিবারই অভিনেত্রী নিজেই সেই খবর উড়িয়ে দিতেন। তবে অবশেষে সোমবার (২৫ আগস্ট) নিজে সুখবর ঘোষণা করলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনের অনুযায়ী, পরিণীতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে একটি ছোট কেক দেখা যাচ্ছে, যার ওপর দুটি ছোট পায়ের ছাপ আঁকা এবং লেখা আছে—“1+1=3”। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, দম্পতির জীবনে আসতে চলেছে নতুন সদস্য।

ছবির সঙ্গে পরিণীতি লিখেছেন, “আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদপুষ্ট।” এই পোস্টের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে পরিণীতি এবং তার স্বামী রাঘব চাড্ডা, শীঘ্রই বাবা-মা হতে চলেছেন।

এর আগেও কিছু ইঙ্গিত দিয়েছিলেন রাঘব। কয়েক সপ্তাহ আগে কপিল শর্মার শো-তে তিনি হালকাভাবে বলেছেন যে শীঘ্রই তারা সুখবর শেয়ার করবেন। সেই সময় পরিণীতির অবাক প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছিল, যা এখন তাঁর পোস্টের মাধ্যমে সত্যি প্রমাণিত হলো।

শুধু কেকের ছবি নয়, দম্পতি আরও একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, সকালে রাঘব স্ত্রী পরিণীতিকে নিয়ে হাঁটছেন। ব্যস্ত কর্মসূচির মধ্যেও রাঘব পরিণীতিকে সময় দিচ্ছেন—এই দৃশ্য ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

খুশির খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে গেছে শুভেচ্ছাবার্তা। ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাদের জন্য শুভকামনা জানিয়েছেন।

পরিণীতি ও রাঘবের বিয়ে হয়েছিল ২০২৩ সালে। মাত্র দুই বছরের মধ্যেই তাদের ঘরে আসছে নতুন অতিথি, যা দম্পতির জীবনে নতুন সুখ ও আনন্দের অধ্যায় শুরু করবে।