ইনবক্সে ভক্তদের পাঠানো ‘ডোডোর গল্প’ মুক্তির খবর দেখে উচ্ছ্বাস লুকাতে পারেননি পরীমণি। হাসিমুখে তিনি বলেন, “ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছে যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য ভীষণ এক্সাইটিং আপনারা সবাই এ নিয়ে যতটা উচ্ছ্বসিত, সেটা আমার জন্য অনেক বড় আনন্দের।”

তিনি আরও জানান, ভক্তদের হাত ধরেই ছবির প্রচারণা শুরু হয়েছে এটিই তার কাছে সবচেয়ে দারুণ বিষয়। “প্রমোশনটা তো শুরু হয়ে গেছে, আর সেটা আপনাদের হাত ধরে এই জিনিসটাই আমার জন্য সবচেয়ে স্পেশাল,” বলেন পরীমণি।

‘ডোডোর গল্প’কে নিজের জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বলে মনে করেন তিনি। দুই বছর আগে শুটিং শেষ হলেও, সেই স্মৃতি এখনও তার কাছে জীবন্ত। “ছবিটিতে বয়সের নানা ধাপ দেখানো হয়েছে টিনএজ থেকে শুরু করে প্রায় পঞ্চাশোর্ধ্ব এক লুক পর্যন্ত। ওই লুকটা দেখার জন্যই আমি সবচেয়ে বেশি এক্সাইটেড,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে পরীমণি হালকা রহস্য রেখে বলেন, “প্লিজ, আর কেউ এটা নিয়ে প্রশ্ন করবেন না, না হলে অনেক কিছু বলে ফেলব।”