মা হওয়ার পরে কাজ পাওয়া কঠিন! সন্তানজন্ম-পরবর্তী অবসাদ কী ভাবে কাটান আলিয়া থেকে শুভশ্রীরা?
সন্তানের জন্মের পরে ক্লান্তি অনেক মায়ের মধ্যেই আসে। সম্প্রতি ঋচা চড্ঢা জানান, মা হওয়ার পরে তাঁর প্রতি ইন্ডাস্ট্রির ব্যবহার বদলে গিয়েছে। মাতৃত্ব না কি কর্মজীবন-কোনটাকে অগ্রাধিকার দিয়েছেন বলিউড থেকে টলিউডের নায়িকারা?
শিশুর জন্মের পর নারীর শরীর-মনে একাধিক পরিবর্তন আসে। ইংরেজিতে এই সমস্যাকে বলা হয় 'পোস্টপার্টাম ডিপ্রেসন'। শিশুর জন্মের পরে চারপাশের অনেক কিছুই বদলে যায়। মায়েদের জীবন একেবারেই সন্তানকেন্দ্রিক হয়ে পড়ে। এত বদলের সঙ্গে মানিয়ে নেওয়া অনেক ক্ষেত্রে ডেকে আনে অবসাদ।
আলিয়া ভট্ট
বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভট্ট। মেয়ে রাহার জন্মের সাত মাসের মাথাতেই ক্যামেরার সামনে ফিরে এলেন। ব্যক্তিগত জীবনের জন্য কর্মজীবনে বাধা চাওয়া হয়নি। মেয়ের জন্মের পর থেকেই রীতিমতো শরীরচর্চা শুরু করেন, ডায়েটেও কড়া নিয়ম আনেন। তবে এতকিছুর পরেও অবসাদে ভুগতেন। আলিয়া বলেন, "মেয়ে হওয়ার পরে আমার মনে হত, রাহাকে লালনপালনের পদ্ধতি ঠিক হচ্ছে তো? আমি ঠিকমতো সব করতে পারছি তো?" উদ্বেগ কমাতে প্রতি সপ্তাহে থেরাপি নিতেন।
রাধিকা আপটে
২০২৪ সালে মা হন রাধিকা আপটে। বিয়ের বারো বছর পরে মা হওয়া রাধিকা জানান, তিনি মা হওয়ার তেমন পরিকল্পনা করেননি। অন্তঃসত্ত্বা হওয়ার পর শরীরের পরিবর্তন এবং যন্ত্রণা সহ্য করতে করতে বিরক্ত হয়ে পড়েন। মেয়ের জন্মের পর রাধিকা আর আগের মতো ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে চাননি। তিনি বলেন, "আমার চুক্তিপত্রে এখন কিছু শর্ত থাকবে। অনেকেরই এতে সমস্যা হবে। আমরা লিঙ্গসমতার কথা বলি, কিন্তু সিনেমার সেটে অনেক মহিলা কাজ করলেও, কতজনের সন্তান রয়েছে সেটা জানা যায় না।"
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
২০২০ সালে প্রথমবার মা হন শুভশ্রী। পুত্র ইউভানের জন্মের পর অবসাদ এসেছিল। ওজন বেড়ে যাওয়া এবং চেহারার পরিবর্তন মানসিক কষ্ট দিয়েছিল। থেরাপি নয়, বরং যোগব্যায়াম ও নিজের মনোবল দিয়ে এই অবসাদ কাটিয়েছেন। ২০২৩ সালে ফের মা হন শুভশ্রী। মাতৃত্ব কখনও কর্মজীবনের অন্তরায় হয়নি।
ঋচা চড্ঢা
২০২৪ সালের জুলাই মাসে মা হন ঋচা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন, যেখানে এক বছরের মেয়েকে নিয়ে শুটিং করছেন। মা হওয়ার পরে ইন্ডাস্ট্রি যথাযথ সময় দেয়নি, যার ফলে অনেক কাজ হাতছাড়া হয়েছে। বাধ্য হয়ে কোলের মেয়েকে নিয়ে কাজে ফিরতে হয়েছে।
কল্কি কেকলাঁ
২০২০ সালে কন্যাসন্তানের জন্ম দেন কল্কি। মাতৃত্ব সম্পর্কে বলেন, "ন'মাস নিজের শরীরে সন্তান ধারণ করা, প্রসব ও প্রসবোত্তর সময়ে মায়েদের নিজেদের শরীর থাকে না। সমস্ত শক্তি, সমস্ত পুষ্টি শুধু শিশুর জন্য।" সন্তান জন্মের পর কল্কি কাজ কমিয়ে শুধুমাত্র মঞ্চে অভিনয় করছেন।
সম্প্রতি বলিউড-টলিউডে কোয়েল মল্লিক, কিয়ারা আডবাণী, ক্যাটরিনা কইফ, দীপিকা পাড়ুকোনেরা নতুন মা হয়েছেন। কোয়েল ও কিয়ারা কাজে ফিরেছেন, তবে ক্যাটরিনার সন্তান এখনও কোলে। দীপিকার মেয়ের বয়স এক বছর হলেও এখনও কোনো ছবিতে দেখা যায়নি। স্বামীরা সন্তানজন্মের পরও কাজ চালাচ্ছেন, কিন্তু নায়িকাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা অনেক বেশি।