ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করলেও খুব অল্প সময়েই নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় মাহি নিয়মিতই নিজের কাজের আপডেট ও ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। ১৭ সেকেন্ডের সেই ভিডিওটি ধারণ করা হয়েছে সুইমিং পুলের নিচে। ভিডিওর ক্যাপশনে মাহি লিখেছেন, “একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো?” যা থেকেই বোঝা যায়, নিখুঁত দৃশ্যটি ধারণ করতে তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে।
নেটিজেনদের ধারণা, এটি হয়তো কোনো ফটোশুট বা নাটকের দৃশ্যের অংশ। প্রকাশের পর মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসা ও মজার প্রতিক্রিয়ায়। কেউ লিখেছেন, “আহারে, কত কষ্ট করো তুমি,” আবার কেউ মন্তব্য করেছেন, “পারফেক্ট জিনিসের জন্যই এত কষ্ট লাগে।” অনেকেই তার এই পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন।