মাঠে না এলেও মন খারাপ নেই! আব্রামকে নিয়ে মেসির সঙ্গে ‘প্রাইভেট মিটিং’ সারলেন শাহরুখ খান

লিওনেল মেসির খেলা দেখতে কলকাতায় এসেও যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে প্রবেশ করলেন না বলিউড বাদশা শাহরুখ খান। তবে এতে ভক্তদের আফসোসের বদলে বরং মিলল এক দারুণ খবর। ম্যাচের উত্তেজনার মাঝে ভিড় এড়িয়ে হোটেলে একান্ত ব্যক্তিগত পরিসরে বিশ্বের সেরা ফুটবল তারকার সঙ্গে দেখা করলেন কিং খান।

সেরা মুহূর্ত: আব্রামের সঙ্গে মেসির সাক্ষাৎ

জানা গেছে, হোটেলে দু'জনের এই সাক্ষাৎটি ছিল উষ্ণ ও আনন্দময়। শাহরুখ তাঁর ছোট ছেলে আব্রাম খানকেও নিয়ে যান এবং ফুটবল জাদুকরের সঙ্গে আব্রামের পরিচয় করিয়ে দেন। ভিড় বা নিরাপত্তার কোনো ঝামেলা ছাড়াই বাবা-ছেলে দু'জনেই মেসির সঙ্গে আরামদায়ক পরিবেশে ছবি তোলেন এবং মূল্যবান স্মৃতি তৈরি করেন।

শাহরুখ আগেই জানিয়েছিলেন যে তিনি মেসির সঙ্গে দেখা করতে শহরে আসছেন। শেষ পর্যন্ত মাঠে আসার পরিকল্পনা বাতিল হলেও, তিনি মেসির সঙ্গে সাক্ষাতের সুযোগ হাতছাড়া করেননি।

এই বিশেষ মুহূর্তটি সম্পন্ন করার পরই শাহরুখ খান সন্তুষ্টচিত্তে বিমানবন্দর থেকে মুম্বাইয়ের পথে রওনা হন। মাঠে না এলেও, আব্রামের জন্য মেসির মতো একজন কিংবদন্তির সঙ্গে একান্তভাবে সময় কাটানোর এই সুযোগ নিঃসন্দেহে ছিল এক দারুণ অভিজ্ঞতা।

দুই ভিন্ন জগতের দুই মহান তারকার এমন মিলন নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা দেয়।