হটনেসের নতুন সংজ্ঞা! ৪৫-এ পা, ট্রল নয়; নিজের 'ফিটনেস' নিয়ে স্বস্তিকার ফাটাফাটি সেলিব্রেশন!

আজকের দিনটা টলিউডের সবচেয়ে স্পষ্টবাদী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের! জন্মদিনে তিনি পূর্ণ করলেন ৪৫ বছর। বয়স নিয়ে রাখঢাক তো দূর, উল্টো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি ঘোষণা করলেন-“আই লুক সো হট!”

নিজের জন্মদিন উপলক্ষে স্বস্তিকা প্রমাণ করলেন, বয়সকে লুকিয়ে নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে বহন করাতেই আসল সৌন্দর্য। অভিজ্ঞতাই তাঁর কাছে সবচেয়ে বড় অর্জন!

বলিরেখা নয়, অভিজ্ঞতার চোখ!
নিজের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় স্বস্তিকা তুলে ধরেছেন আত্ম-গ্রহণ আর নিজের সঙ্গে বন্ধুত্বের কথা। ডার্ক সার্কেল কিংবা বলিরেখা-এগুলো লুকোনোর জিনিস নয়, বরং জীবনের অর্জন বলেই মনে করেন এই অভিনেত্রী।

নিজেকেই লেখা জন্মদিনের বার্তায় স্বস্তিকা বলেছেন, "তুমি দেখছ ক্লান্ত চোখ, আর আমি দেখছি অভিজ্ঞতা।" বয়সের সঙ্গে পাওয়া এই আত্মবিশ্বাসই তাঁর কাছে সবচেয়ে বড় শক্তি।

ট্রল? ওটা তো আমার 'এন্টারটেইনমেন্ট'!
স্বস্তিকার পোস্ট মানেই নেটিজেনদের মন্তব্য। কিন্তু অভিনেত্রী এসব ট্রল নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি সমালোচকদের দিকেই ব্যঙ্গের তীর ছুঁড়ে দিয়েছেন।

তাঁর স্পষ্ট বক্তব্য: "যা-ই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে।" তিনি ট্রলকারীদের 'সম্মান' দিতে রাজি নন, কারণ তিনি মনে করেন-"এ রকম এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না।"

জন্মদিনের প্রাক্কালে 'শেষ দুই মিনিট ৪৪ পূর্ণ হতে'-এই ছোট্ট বাক্যেই বোঝা যায়, বয়স তাঁর কাছে সহজ, নির্ভার একটি সংখ্যা মাত্র। নিজেকে তিনি দেখেন একজন শিল্পী, মা ও বন্ধুর সম্মিলিত পরিচয়ে।

৪৫-এ দাঁড়িয়েও স্বস্তিকা স্পষ্ট, আত্মবিশ্বাসী এবং নিজের শর্তে জীবন যাপনকারী এক আইকন।