নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করেছিলেন জিয়াউল হক পলাশ। নির্মাতা হতে পারলেও, তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে অভিনয়। বিশেষ করে কাজল আরেফিন অমি পরিচালিত 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে 'কাবিলা' চরিত্রে অভিনয় করে তিনি পৃথিবীজুড়ে বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।
অভিনয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও, ঠিকঠাক নির্মাণের সুযোগ পেলে পলাশ সেই সুযোগ কাজে লাগান। সম্প্রতি তিনি ফ্রুট ডিংকস 'ফ্রুটিকা'র একটি নতুন টিভিসি বানিয়েছেন। বিজ্ঞাপনটি প্রচারে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ প্রশংসা পাচ্ছে।
পলাশ তার ফ্যান পেইজে বিজ্ঞাপনটি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে নেটিজেনরা নির্মাতা হিসেবে তার ভূয়সী প্রশংসা করছেন। এই বিজ্ঞাপনটিতে নির্মাতা পলাশ বার্তা দিয়েছেন যে, বাজারে প্রচলিত অসংখ্য ফ্রুট ডিংকসের মধ্যে ফ্রুটিকাই হলো নিরাপদ (সেইভ) ড্রিংকস।
এ প্রসঙ্গে পলাশ বলেন, "আমি যেটাই বানাবো সেখানে যেন গল্প বলার স্কোপ থাকে এটাই সবসময় চেয়েছি। এই বিজ্ঞাপনেও তাই আছে।" তিনি আরও জানান, আজিজ গ্রুপের সাথে তার আগের কাজের অভিজ্ঞতা দারুণ ছিল এবং তারা এবারের সংবেদনশীল কাজটি যেন তিনি করেন, সেই আস্থা রেখেই তাকে দায়িত্ব দিয়েছিলেন।
পলাশ পরিচালিত সর্বশেষ নাটক ছিল 'সন্ধ্যা সাতটা'। এরপর দর্শক তার নির্মাণে আর নতুন কোনো নাটক পায়নি। এর কারণ ব্যাখ্যা করে পলাশ বলেন, একজন সুপরিচিত অভিনেতা যখন পরিচালনা করেন, তখন সেই কাজের প্রতি মানুষের প্রত্যাশা বেশি থাকে। তার উচিত হবে আগামীতে যা বানাবেন, তা যেন 'সন্ধ্যা সাতটা'কে ছাড়িয়ে যেতে পারে। এ কারণে গল্প, স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রতিটি সেক্টরে সেরা কাজ দেওয়ার দিকে নজর রাখতে হয়। তাই একটু বেশি সময় লাগছে। পাশাপাশি, অভিনয়েও তাকে বেশি সময় দিতে হয় বলে জানান পলাশ।